“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় পালিত হয় ৫১তম জাতীয় সমবায় দিবস। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা। উপজেলার সমবায়ীদের অংশগ্রহনে অত্যন্ত সুন্দরভাবে সকল কর্মসূচী সম্পন্ন হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনাব মুহাম্মদ নূর হোসেন, উপজেলা সমবায় অফিসার, লোহাগাড়া, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আতিকুর রহমান ভারপ্রাপ্ত কর্মকর্তা, লোহাগাড়া থানা। প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মুহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার(ভূমি), লোহাগাড়া, চট্টগ্রাম। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব আরমান বাবু রুমেল, সভাপতি, লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ। উপস্থাপনায় ছিলেন জনাব মোঃ মহিউদ্দিন, সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, লোহাগাড়া, চট্টগ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস