চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় ব্যপক উৎসাহ উদ্দীপনায় উদ্যাপিত হলো ৫০তম জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর কর্তৃক আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা। “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনাব মুহাম্মদ নূর হোসেন, উপজেলা সমবায় অফিসার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল, চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা পরিষদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জনাব আরমান বাবু রুমেল, সভাপতি, লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ। তাছাড়া উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা বক্তব্য রাখেন। পরে জনাব মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনা(ভূমি) মহোদয়ের সভাপতি হিসেবে বক্তব্য রাখার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দিবসের কার্যক্রম নিয়ে ভিডিও দেখতে পাশের লিংকে ক্লিক করুন- ভিডিও লিংক
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস