সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য সমবায় অধিদপ্তরের কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের ক্ষেত্রে উপজেলা সমবায় কার্যালয়, লোহাগাড়া, চট্টগ্রাম বিগত ০৩ বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। কর্মকর্তাগণের উদ্ভাবনী চর্চার মাধ্যমে নাগরিক সেবা সহজীকরণ, সমবায়কে আরো গণমানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুণগত মান উন্নয়নে সেবা সহজে ও দ্রুত প্রদানের লক্ষ্যে এ কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শতভাগ কম্পিউটারাইজড পদ্ধতিতে সম্পন্ন করা, সমবায় সংগঠনের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বিগত তিন অর্থ বছরে মোট ১৩ টি সমবায় সমিতি গঠন করে ৩০০ জনকে নতুন ভাবে সমবায়ে সদস্যভুক্ত করা হয়েছে। ২০১৯-২০ সনে ৭৩ টি, ২০২০-২১ সনে ৬৭ টি এবং ২০২১-২২ সনে ৭১ টি কার্যকর সমবায় সমিতির নিরীক্ষা কার্য সম্পন্ন করা হয়েছে। নিরীক্ষা ফি ও ভ্যাট ১০৬,৯৮৬/- টাকা, নিবন্ধন ফি ও ভ্যাট ৪,৪৮৫/- টাকা এবং সমবায় উন্নয়ন তহবিল(সিডিএফ) ৩৭,৮৮০/- টাকা আদায় করে যথাযথভাবে পরিশোধ করা হয়েছে। টেকসই সমবায় গঠনের নিমিত্তে জেলার ভ্রাম্যমান টিমের মাধ্যমে ৩৫০ জন সমবায়ীকে ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ১০ জন সমবায়ী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সমবায় একাডেমী, কোটবাড়ি, কুমিল্লায় ও আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, ফেনীতে প্রশিক্ষণ প্রদান করে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুনর্বাসিত পরিবারের মধ্যে প্রদানকৃত ঋণের কিস্তি আদায় অব্যাহত আছে।
লোহাগাড়া উপজেলায় সমবায় বিভাগের কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ জেলা সমবায় কার্যালয়, চট্টগ্রাম কর্তৃক জনাব মুহাম্মদ নূর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা কে শুদ্ধাচার পুরস্কার (২০২০-২১খ্রি.) প্রদান করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা সমবায় পরিবারের জন্য এই পুরস্কার বিরল সম্মান বয়ে এনেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস