Wellcome to National Portal

উপজেলা সমবায় কার্যালয়, লোহাগাড়া, চট্টগ্রাম এর তথ্য বাতায়নে স্বাগতম। ডানপাশে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছে, ক্লিক করে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সমবায় অধিদপ্তর জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করণে সরকারি উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত।  উপজেলা/মেট্টো: থানা, জেলা, বিভাগ ও সদর দপ্তর এ ৪ পর্যায়ে এ অধিদপ্তরের কার্যালয় বিস্তত। এছাড়া একটি জাতীয় প্রশিক্ষণ একাডেমি,কুমিল্লা (বাংলাদেশ সমবায় একাডেমি) এবং ময়মনসিংহ, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া, ফরিদপুর, মৌলভীবাজার, রংপুর, খুলনা, বরিশাল, ও নরসিংদীতে ১টি করে মোট ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারণমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম।

 

এক নজরে উপজেলা সমবায় কার্যালয়, লোহাগাড়া, চট্টগ্রাম 

১) জনবল সংক্রান্তঃ-

ক্র নং

পদবী

সংখ্যা

কর্মরত

প্রোফাইল দেখতে নামের উপর ক্লিক করুণ 

মন্তব্য

  1.  

উপজেলা সমবায় কর্মকর্তা

০১

০১

মুহাম্মদ নূর হোসেন

 

  1.  

সহকারী পরিদর্শক

০২

০১

মোঃ মহিউদ্দিন


শূণ্য পদ ০১টি
  1.  

অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক

০১



শূণ্য

  1.  

অফিস সহায়ক

০১

০১

রুবেল চক্রবর্তী

 

 

০২) ঠিকানাঃ- উপজেলা পরিষদ ভবন(নীচ তলা), উপজেলা পরিষদ, লোহাগাড়া, চট্টগ্রাম।

০৩) যোগাযোগঃ- ইমেইল-ucolohagara.coop@gmail.com

                   ফোনঃ- ০৩০৩৪-৫৬৩৩৯

০৪) আমাদের কার্যক্রমঃ-সমবায় সমিতি নিবন্ধন, তদারকী, পরিদর্শন, বার্ষিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি, অবসায়ন, নিবন্ধন বাতিল ও অন্যান্য সরকারী দায়িত্বপালন।

০৫) সমবায় সমিতির সংখ্যাঃ-

ক্রঃ নং

সমিতির শ্রেণী

সংখ্যা

সদস্য সংখ্যা

সংক্ষিপ্ত বর্ণনা

০১

কেন্দ্রীয় সমবায় সমিতি

০২

২০৯

যা সদস্য হলো প্রাথমিক সমবায় সমিতি।

০২

প্রাথমিক সমবায় সমিতি

৫১

৫০০৮

যা সদস্য হলো ব্যাক্তি। সদস্য সংখ্যা নূন্যতম ২০জন।

 

০৬) ঋণ কার্যক্রম চলমান আশ্রয়ণ প্রকল্পঃ- উপজেলার ০৫টি আশ্রয়ণ প্রকল্পে ঋণ কার্যক্রম চলমান আছে। উপজেলা আশ্রয়ণ প্রকল্পে ঋণ প্রদান ও আদায় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব উপজেলা সমবায় অফিসার। উপজেলার ০৫টি আশ্রয়ণ প্রকল্পের নাম নিম্নরুপঃ-

                   ক) মাইজবিলা-০১ আশ্রয়ণ প্রকল্প

                   খ) মাইজবিলা-০২ আশ্রয়ণ প্রকল্প

                   গ) চরম্বা পাহাড়িকা আশ্রয়ণ প্রকল্প

                   ঘ) চাকফিরাণী-১ আশ্রয়ণ প্রকল্প

                   ঙ) চাকফিরাণী-২ আশ্রয়ণ প্রকল্প